রাজার পাপে রাজ্য নষ্ট ,
অভাবে স্বভাব নষ্ট ,
গৃহিনীর পাপে গৃহস্হ নষ্ট ,
অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট ,
অধিক রাঁধুনীতে রান্না নষ্ট ,
অত্যধিক আদরে সন্তান নষ্ট ,
অধিক উপদেশে বুদ্ধি নষ্ট ,
বিনা যতনে ঘর বাড়ী নষ্ট ,
উচ্ছৃঙ্খলতায় জীবন নষ্ট ,
নষ্ট চাঁদে নীড় নষ্ট ,
অকর্মণ্যতায় সংসার নষ্ট ,
বাতালি না জানলে চাষ নষ্ট ,
দুর্ব্যবহারে সম্পর্ক নষ্ট ।
অসৎ ব্যবহারে বন্ধুত্ব নষ্ট ,
অধিক জাগরণে শরীর নষ্ট ।      
নির্বুদ্ধিতায়  বিপদ গ্রস্ত ,
বোকামীতে সমাজ বহির্ভূত ।
বেশী কথায় সময় নষ্ট হয় ,
ব্যাক্তিত্ব নষ্ট কটু কথায়।
দূর্ভাষায় আপন জনের কষ্ট ,
জ্ঞান হীণে উপদেশ , অরণ্যে রোদন মাত্র ।


          ********


রাত্রি-৮:৪৫ মিনিট ,
০৭/০৭/২০১৮ শনিবার ,
        ডেবরা  ¡