আবার ফিরে এলো সেই ২৩  শে জানুয়ারী ,
তুমি চলে গেছ সুভাষ তবু রয়েছো সবারই ।
২৩ শে জানুয়ারী এই দিনে জন্মেছিলে তুমি ,
তোমারই শুভ জন্মদিনে প্রণাম জানাই আমি ।
আজ ২৩ শে জানুয়ারী তোমার শুভ জন্মদিনে ,
মুক্তি যুদ্ধের দিনগুলি বার বার পড়ে মনে  ।
১৮৯৭ সাল ২৩ জানুয়ারী উড়িষ্যার কটক শহরে ,
পিতা জানকীনাথ বসু মাতা প্রভাবতী কোলে জন্মিলে ।
ভারতবর্ষের বীরসৈনিক তুমি সুভাষ চন্দ্র নাম ,
রক্তে তোমার দেশভক্তি সদাই বিরাজমান ।
ভারতমাতাকে মুক্ত করেছো বিপ্লবী সৈনিক বীর ,
এগিয়ে এসেছে দেশের যুবক ঢালতে বুকের রুধির ।
ভারতমাতার দামাল ছেলে তুমি নেতাজী সুভাষ চন্দ্র,
দেশজননীকে স্বাধীন করতে আহ্বানিলে যুবক বৃন্দ ।
তোমরা আমায় রক্ত দাও আমি দেব তোমাদের স্বাধীনতা ,
দেশমাতাকে স্বাধীন করিয়া  তুমি উড়ালে জাতীয় পতাকা  ,
" কদম কদম বঢ়ায়ে যা ,খুশীকে গীত গায়ে যা ,
এ জিন্দগী হ্যায় কৌমকী তু কৌম পে লুটায়ে যা "।
বিশ্বভূবন ভ্রমণ করিয়া তুমি করিলে শান্তির খোঁজ ,
দেশকে স্বাধীন করার লাগিয়া গড়িলে "আজাদ হিন্দ ফৌজ " ।
হে বীর সৈনিক সর্বাধিনায়ক স্বপ্ন স্বাধীন চেতা নেতাজী সুভাষ ,
তোমাকেই  আজকে করিয়া স্মরণ রচিল স্বাধীনতার  ইতিহাস ।
মরিয়াও তুমি আমাদের মাঝে রহিয়া গিয়াছো  অমর ,
তাইতো তুমি ভারতভূমিতে হে বীর সন্ন্যাসী অবিনশ্বর !
  
           ××××××××××××××××××××××××
সন্ধ্যা -- ৫ : ২০ মিনিট ।
১৮ /০১ /২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।