আত্মার আত্মীয় সেযে পরম আত্মীয় ,
যোগাযোগ  না থাকিলে  সেও  হয় অনাত্মীয় ।
চোখের আড়াল হলে মনের আড়াল হয় ,
যোগাযোগ না থাকলে অতি নিকটও দূর হয় ।
চেনারাও অচেনা হয় না দেখা হলে ,
পর পর মনে হয় তারা কাছে এলে  ।
যেমন জন্ম দিলেই শুধু হয়নাকো পিতা ,
সে সন্তানের প্রতি কর্তব্য না করে কদা ।
জন্তু জানোয়ার কীট পতঙ্গ জন্ম দেয় সন্তান ,
তাই বলে তাদের কেউবলে না পিতা মহান ।
স্বার্থপর আত্মসুখ সেতো পশু কীটের কর্ম ,
কর্তব্যহীন দায়হীন নয় মনুষ্য জাতীর ধর্ম  ।


শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ হয়না আপন ,
বিপদে সম্পদে যে পাশে থাকে সেই পরম আপন  ।
অসময়ে সুসময়ে সর্বদা পাশে থাকে যেইজন ,
সেই হয় পরমবন্ধু পরম আত্মীয়  আপন  ।


পচে গেলে যতই ভালো খাবার হোক নাই তার দাম ,
যতই শিক্ষিত হোক মনুষত্ববোধ না থাকলে -
                                সে শিক্ষার নেই কোন  মান  ।


   *************************
বেলা -১১:১০ মিনিট ।
২৬ /০৫ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।