নদী যেমন বয়ে চলে সাগরের টানে ,
স্নেহ ভালোবাসা তেমন ছোট প্রতি জনে ।
তাদের ভালো কিসে হয় ভাবে প্রতি ক্ষনে ,
তারা যাতে ভালো থাকে  চিন্তা সদা মনে ।


জলের যেমন সদাই নিম্ন গতি সারাক্ষণ ,
স্নেহের ধর্ম তেমনি কনিষ্ঠ প্রতি আকর্ষন ।
বৃক্ষের ফল পাতা যেমন বৃক্ষলতা তলে ,
মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে এই  ধরাতলে ।


মাতার সোহাগ স্নেহ হয় যেমন তরঙ্গের ন্যায় ,
সন্তানের প্রতি মায়ের অকৃপণ স্নেহধারা বয় ।
সাগর সঙ্গম লাগি যেমন তটিনী হয় অনুগামিনী
সন্তান ও  প্রতি তেমন মা ও হয় সোহাগিনি !


মাতা পিতা পরমগুরু সদা রাখি অন্তর মাঝারে ,
হারিয়ে তাঁদের আমি স্থাপন করেছি হৃদয় মন্দিরে ।
মাতৃ পিতৃ হারা আমি সদা পূজি অন্তরে অন্তরে ,
মাতা পিতা যুগল মূরতি স্থাপি এ মনোমন্দিরে ।


একমাত্র দেবতা জীবনে আমার জন্মদাত্রী জন্মদাতা ,
তাঁরা নাই পৃথিবীতে গেছেন স্বর্গধামে আমি যে অনাথা ।


         ********************
রাত্রি - ৯ : ২২ মিনিট ।
০৭ / ০২ / ২৪ বুধবার ।
কোলকাতা ।