ভূতলে গড়ায়ে মাগো কে কাঁদিছ তুমি ,
স্নেহাঞ্চলে রক্ষা কবচ মাগিছ জননী ।
আলুলায়িত রুক্ষ্ কেশ ভূমিতে লুটায় ,
আলুথালু বসনে তুমি শুধালে বিধাতায় ।
কি কারণে অভিশাপে ভরিলে ধরণী ।
কয়ে দাও কি মহাপাপে পড়েছে অবনী ।
বান সম মৃত্যুদূত অহরহ করে প্রাণ হরণ ,
সতত ক্রন্দন রোল ভরিছে আকাশ ,বাতাস, ভূবন ।
জীর্ন কলেবর নহে সুস্থ সবল দেহধারী ,
কি পাপে জীবন তাদের লইতেছ হরি ?
একে একে সন্তান মোর যায় ধরা ছেড়ে ,
কোন মহাপাপে তাদের জীবন নেছ হরে ।
কিসের অপরাধে তাদের জীবন সংশয় ,
এতো শোক কিকরে সয় মাতৃ হৃদয়  ?
অহরহ মাতৃ হৃদয়  উঠিছে কাঁদিয়া ,
কি সুখে ভরিছ বল তব প্রাণ হিয়া ।
সন্তানে রক্ষিতে মম তব পাশে পেতেছি আঁচল  ,
সন্তানের জীবন রক্ষা কর প্রভূ দাও কৃপাবল ।
আর না থেকোগো প্রভূ নিঠুর হইয়া ,
কৃপা কর রক্ষাকর ওহে নিঠুর দরদিয়া  ।


   ******************
দুপুর - ১২ :৫৮ মিনিট।
০৮ / ০৫ /২১ শনিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।