আনন্দ আনন্দ আজ কি আনন্দ ,
নন্দদুলাল নাচে শচীতানন্দ ।
আনন্দে নাচো সবে ভজ বিশ্বানন্দ ,
ছন্দে ছন্দে গাহে  শ্রীরাধা গোবিন্দ ।
গোকোলানন্দ সে যে সচিতানন্দ ,
নন্দের নন্দন তুমি জগদানন্দ ।
গোকুলেতে হরি তুমি ব্রজবালার প্রেমধন ,
শ্রীরাধার জীবন তুমি পূতনা নিধন ।
দেবকী নন্দন তুমি যাদুবাছাধন ,
কংস ধ্বংস কৃষ্ণ তুমি বসুদেব নন্দন ।
কুরুক্ষেত্র যুদ্ধে তুমি অর্জুন সারথী ,
তোমার ইঙ্গিতে হারে রথী মহারথী ।
কুরুক্ষেত্রতে তুমি পান্ডব পক্ষ নিয়েছিলে !
তোমার পরিচালনা হেতু কৌরব ধ্বংস হলে ।
গো-পালে গোপাল তুমি হও রাখাল রাজা ,
শ্রীদাম সুদাম দাম বসুদাম সখা সবই প্রজা ।
গোলকে গোলকপতি লক্ষ্মীর নারায়ণ ,
অনন্ত শয্যায় লক্ষ্মী পদসেবে জনার্দ্দন ।
ভূবন ভোলাও তুমি ভজে তোমায় পঞ্চতত্ব ,
রাধা নামে ধূলিপ'রে গড়াগড়ি যায় নিত্যানন্দ।


                ×××××××××××××××××××
সন্ধ্যা - ৭ :৫০ মিনিট ।
১৯ /০১ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।