স্বামী স্ত্রীর ভালোবাসা
            টাকা পয়সার হিসাবে না হয় ,
যদি থাকে নিখাদ প্রেম প্রীতি ভালোবাসা
              সারাজীবন স্বামী স্ত্রীর সম্পর্ক মলিনতা নয় ।


স্ত্রীকে যদি সুখে রাখে স্বামী হয় সুখী
             স্বামী অসুবিধায় পড়লে স্ত্রী তাতে দুঃখী ।
জীবনের চড়াই উৎরাই পথে চলে দুজনে ,
             জীবনের সুখ দুঃখ ভাগ করে নেয় প্রতিক্ষনে ।


একজন কষ্ট পেলে অন্যজনের কষ্ট হয় ,
         অন্যের আনন্দ হলে আর একজন আনন্দ পায় ।


কেউ যদি অসুস্থ হয় শয্যা পাশে সারা নিশি জাগে
             বসে বসে কপোলে মাথায় হাত বুলায় নিদ নাই আঁখে ।


একজনের দেহান্তর হলে অন্যের
                   বাঁচা মরার সমান  ,
জীবন্তে মৃত সেযে শুধু বাঁচার  নাম ।


অর্থের বিনিময়ে স্বামী স্ত্রীর ভালোবাসা
                                      শুধু অভিনয় ,
নিখাদ ভালোবাসা অন্তরের বিনিময়ে হয় ।


যেখানে আসল ভালোবাসা আধাপেটা
                   আহারেও থাকে সাথে ,
আসল ভলোবাসা নয় অসুবিধা হলে
                          ছেড়ে যায় স্ত্রীকে  ।


দুটি মন এক হয় এটাই সংসারের ধর্ম ,
সুখের সময় পাশে থাকে যে জন স্বার্থমগ্ন ।


দুটি  মন এক হয় হিয়ার বাঁধনে ,
এই বাঁধন বাঁধা থাকে জনমে মরনে ।


    ❤❤❤❤❤❤❤❤❤❤
বিকাল =  ৩  : ৫০  মিনিট ।
১১ /১১/ ২২ শুক্রবার ।
  কোলকাতা ।