ও বৃষ্টি তুই ঝমঝমিয়ে আয়না নেমে ,
গরমেতে ক্লান্ত শরীর সদাই নাইছে ঘামে ।
আয়রে তুই বর্ষা হয়ে আয়না নেমে ধরাধামে ,
তোরই আশায় চেয়ে আছি আকাশের পানে ।


ভিজিয়ে দে তুই তৃষা কাতর শুষ্কভূমি ,
তুই যে এখন সবার চেয়ে অনেক দামি ।
মুক্তো হয়ে আয়না রে তুই ধরায় নামি ,
তোর মুক্তো ধারায় শান্ত হোক দেশজননী ।


শুষ্ক মাঠ ঢাকবে সবুজে তুই পড়লে ঝরে ,
তুই যেরে আজ আপন ধরায় সবার চেয়ে ।
তৃষা কাতর চাতক বারি সদাই যে তোরে যাচে ,
মিটবে তৃষা মিটবে পিয়াস তোরে পেলে কাছে ।


তৃষ্ণা কাতর চাতক উদাস হয়ে মেঘের পানে  ,
কখন যে তুই পড়বি ঝরে তৃষিত তার জীবনে ।
তুই এলেই ভিজবে জীবন ঝর্না হয়ে ধরাধামে ,
চাষের জমি হবে সবুজ ভরবে মাঠ ধানে ধানে ।


বৃষ্টি তুই আয়না নেমে ঝরঝরিয়ে ঝর্না হয়ে ,
তোর ওই ঝর্না ধারায় জমি ভূমি দে ভিজিয়ে ।
নদী নালা ভরবে জলে বইবে উজান তোরে পেয়ে ,
মাছরাঙা বৌ পানকৌটি করবে সিনান উঠবে নেয়ে ।


           ***************
সকাল - ১০ : ৩০ মিনিট !
০৯ /০৬ /২৩ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !