ওলো ও গোলাপ বালা সই ,
             বলি তোর তুলনা কই  ?
তুই ফুটিস সকাল সাঁঝে ,
              তোর হাসিতে সব মজে  ।
তুই মিষ্টি হাসি হেসে ,
              সবাইয়ের মন জুড়াস যে ।
তুই পাপড়ি মেলিস খুলে,
               সবার মন প্রাণ যায় দুলে ।
সবাই বাসেভালো তোকে ,
                   তুই কি যাদু জানিস যে ।
যখন তোর পাপড়ি খুলেপড়ে ,
                     তখন মৌমাছিরা উড়ে ।
তোর মধু খাওয়ার তরে ,
                      ওরা গুন গুন গান ধরে ।
গায় মিলন সুরের গান ,
                    ধরে মধুর সুরের তান  ।
তখন মন করে আনচান ,
                  করে মিষ্টি মধু পান ।
বলি ও গোলাপ বালা ,
                 ভরে তোর রূপের ডালা ।
তোর রূপে ভূবন করলি আলা ,
           তুই হোস যে সবার গলার মালা ।


      ******************
সকাল - 10 :15 মিনিট ।
19 /06 /21 শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।