দ্যাখো আসমান আলোয় ভরা
           দ্যাখো আসমান ভরা তারা ,
দ্যাখো আমার পথের পাশে
           যেন বাতাস পাগল পারা ।


দু'চোখের  আলোর ধারা
            সব নিমেষে হলো হারা ,
এতো সুখ আনন্দ যত
            সবই বিফল আমি ছাড়া ।


এলো সময় রাজার বেশে
             হলো হিসেব যত সারা ,
বলে আয়রে আমার সাথে
              যেথায় শান্তির সুধা ধারা  !


ডাকে আয়রে চলে
                হেথা আয়রে ত্বরা  ,
হেথা নাইকো মৃত্যুর  শোক
              নাইকো ব্যাধি জ্বরা ।


হেথা নাইকো সৎ অসৎ
           নাইকো মৃত্যু শুধু অমৃত ,
হেথা নেইকো আঁধার
           আলোয় আলোয় করা ,
হেথা শুধুই শান্তি
            চির শান্তিতে ভরা  ।


   ******************
বিকাল -  ৩ : ৫০ মিনিট !
১৪ /০১ / ২৩ শনিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !