অন্ধ মনের রূদ্ধ দ্বারে  
        বন্ধ হয়ে থাকিসনেরে ,
বের হয়ে দ্যাখ মন বাহিরে
       জীবন এতো ছোট নয়রে ।


মনের চোখ খুলে দেখো
         জগৎটাকে চিনতে শেখো ,
সবাইকে ভালোবাসায় রেখো
         সবাই আপন পর নয়কো ।


মনে রেখোনাকো দ্বিধা
       মনটা কর সরল সিধা ,
মনযে নয় বোকা হাঁদা
       রবেনাকো মনে ব্যাথা ।


খুলে দাও রূদ্ধ দুয়ার
       তুমি সবার সবাই তোমার,
আপন পর ভেবোনা আর
        সবাই আপন তুমি সবার ।


ভালোবেসে ভালোবেসো
          মুখে সদা হাসি হেসো ,
নকল অভিনয় নাশো
          মনে সহজ সরল পোষ ।


রূদ্ধদ্বার দাও খুলে
           দেখো এবার নয়ন মেলে ,
দেখো সবাই হাসে খেলে
         বনানী ছায় ফলে ফুলে ।


সরল মনের সবুজ হিয়া
         দেয় সৌরভ বিলাইয়া  ,
হৃদয়ের  সৌরভ মাখাইয়া
         ছড়িয়ে দাও উজাড়িয়া  ।

তোমার গুনে মুগ্ধ হয়ে
        তোমার কাছে আসবে ধেয়ে ,
ভালোবাসার সুবাস দাও মাখিয়ে
           শান্তি আসবে উজান বেয়ে ।


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


বিকেল = ৫ : ৪৮ মিনিট ।
১২ /০৯ / ২২ সোমবার ।
কোলকাতা  ।