সুবিধাবাদী স্বার্থপর মানুষ আছে কম ,
তাদের কোথাও কোন অবদান নাই একদম ।
শুধু তারা নিতে জানে দুহাত পেতে দয়া দাক্ষিন্য ,
হাব ভাব দেখায় যাতে  পাবে অনুগ্রহ অগ্রগন্য ।


তারা শুধু নিতে জানে কাউকে কিছু দিতে জানেনা ,
অকারণে অযথা তর্ক বিতর্ক করে সম্মানে লাগেনা ।
গুরুজনে যথাস্থানে শ্রদ্ধা ভক্তি সম্মান করেনা  ,
প্রিয়জনে ভালোবাসা ছোটদের  কর্তব্য স্নেহ জানেনা ।


বেঈমান বিশ্বাসঘাতকেরা বিশ্বাসে বিষ হানে ,
নিজকার্য উদ্ধারিয়ে না চিনে উপকারী জনে ।
গুরুজন  প্রতি করে অপমান অসদ আচরণ ,
মাতা পিতার মত এজগতে আর নাই আপনজন ।


লোকলজ্জা চক্ষুলজ্জা মানবতা দিয়ে জলাঞ্জলী ,
লোকসমাজে দেখায় কত আমরা কর্তব্যের কাঙালী ।
ভুলে যায় আত্মীয় স্বজন সহোদর আপন পর ,
আজ নেই ভালোবাসা কর্তব্য আছে টাকার কদর !


বিবেক হয়েছে বন্য মানবতার আচরন হন্যে শ্বাপদ ,
বুঝেও বোঝেনা  কোনটা ঠিক বেঠিক ভালো মন্দ ।
শুধু যন্ত্রমানবের ন্যায় চলে দৈনন্দিন জীবন যাপন ,
শুধু  নিজ সুখ আনন্দ লাগি হেদিয়ে মরে সারাক্ষণ ।


               ***************
দুপুর ১২ :১০ মিনিট ।
১১ / ০১ / ২৪ বৃহস্পতিবার
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।