পুকুর ঘাটে পান্তা ভাতে , নুন লঙ্কায় মেখে ,
ওরা  কেমন  খাচ্ছে সুখে  সেটাই  দিয়ে চেখে ।
শ্রান্ত মুখে  ক্লান্ত দেহে ,নেইকো ওদের দুঃখ  ,
দুঃখ করে করছে জোগাড় ওতেই ওদের সুখ ।
প্রভাত বেলায় জেগে উঠে বেরিয়ে পড়ে ওরা ,
দিনের শেষে হাসি মুখে , ক্লান্ত দেহে ,বাড়ী ফেরৎ তারা ।
সবাই সাথে থাকছে সুখে দুঃখকে করে জয় ,
মাথার ঘাম পায়ে ফেলে ওরা সুখে রয়  ।
বাহুতে ওদের শক্তি আছে বুকে আছে  বল ,
হারতে ওরা শেখেনি কভু , প্রাণেতে উচ্ছ্বল  ।
দুঃখ যে ওদের নিত্য সাথী দুঃখ যে ওদের ভাতি ,
জ্বলেনা আলো  অন্ধকারে , জ্বলেনা বিজলী বাতি ।
সুখ কারে কয় জানেনা ওরা , গরীব ওরা শ্রমিক ওরা ,
যুঝেই পথে চলছে ওরা ,যুঝেই ওদের জীবন গড়া ।
দুখের সাথে চলছে ওরা দুঃখ ওদের জীবন সাথী,
দুঃখকে ওরা সুখ মেনে নেয় দুঃখই ওদের চলার পথই।


         💥💪💪💪💪💪💪💪💪💪💪💥


দুপুর - ২ :১০ মিনিট ।
০৫ / ০১ / ২০২০ রবিবার ।
কেরাণিটোলা  = মেদিনীপুর ।