দেখেছি ঘুমের ঘোরে ,
স্বপন এক কাক ভোরে ।
জগতে কেউ কারুর নয় ,
শুধু দু'দিনের মাত্র পরিচয় ।
কেউই রবেনা এ জগতে ,
কেবল দিনগত পাপক্ষয় ।


একদিন যেতে হবে চলে ,
পরিবার পরিজন সব ফেলে ।
থেকে যাবে সব কৃত কর্ম ,
যখন জগৎ বুঝবে তার মর্ম ।
  পৃথিবীর অমোঘ নিয়মে ,
যাওয়া আসা জনমে জনমে ।


যে যেমন কর্ম করে ,
দেখ এই বিশ্বমাঝারে ।
কর্মের ফল সেরূপ ফলে ,
জ্ঞান শূন্য যৌবন কালে ।
যে মানুষ যেমন হয় ,
মৃত্যু কালে ফল পায়


ধরাপরে যখন জন্মিলে ,
মা মা বলে কেঁদেছিলে ।
তখন মা নিলে কোলে তুলে ,
সে মাকে না মনে রাখিলে ।
মা'র মনে সে আঘাত ,
সংসারে মা'র হয় সংঘাত ।
না শয় আর ঘাত প্রতিঘাত ,
হয়ে নিরুপায় করে অশ্রুপাত ।


হয়ে অবোধ মা'র কোলে  ,
জন্ম নিলে মা মা বলে ।
আবার সময় এলে যাব চলে ,
কিছুই না দেবে সঙ্গে তুলে ।
দেহ তোমার সাঙ্গ হলে ,
পঞ্চভূতে যাবে  মিলে ।
    
   ×××××××××××××××××
বেলা - ১১ :২৪ মিনিট ।
১৮ /০১ /২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।