পঁচিশে বৈশাখ ফিরে এসো বারবার ,
রবীন্দ্র জয়ন্তী ফিরে আসুক বারংবার ।
তোমারই নৃত্যে, গীতে, কাব্যে,তোমারই শ্রদ্ধাঞ্জলী ,
তোমারই স্মরনে কবিগুরু তোমারই অঞ্জলী ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ এই দিনটিতে মর্ত্যে এসেছিলে ,
একশত আঠান্ন বৎসর আগে মা সারদার কোলে জন্ম নিয়েছিলে ।


জোড়াশাঁকোয় জন্ম তোমার মহর্ষি দেবেন্দ্র নাথ পিতা ,
ঠাকুর পরিবারের বধূ সারদা দেবী হলেন  মাতা ।
নয় ভ্রাতা পাঁচ ভগিনী তোমরা রবীন্দ্রনাথ ,
পিতামহ হলেন ঠাকুর দ্বারকা নাথ ।
কত কাব্য ,উপন্যাস ,গল্প ,নাটক ,তুমি করেছো রচনা ,
গীতাঞ্জলী ,গীতবিতান ,কাবুলীওয়ালা ,তোমার কল্পনা ।
তোমার নৃত্যে ,সুরে ,গীতে,তোমারেই দিই অঞ্জলী ,
এ যেন গঙ্গাজলে গঙ্গাপূজা তোমার শ্রদ্ধাঞ্জলী ।
পঁচিশে বৈশাখ জন্মজয়ন্তী তোমার কাব্যে ,
                           সুরে,নৃত্যে জানাই প্রনাম ,
বছর বছর হেনাথ ! যেন এইদিনটির রাখতে পারি মান ।


         *******************
রাত্রি - ৯:১৫ মিনিট ,
০৮ /০৫/২০১৯ বুধবার ।
কোলকাতা ।