নিন্দুকেরা নিন্দা করে জ্ঞানী জন ছুঁড়ে বাক্যবান ,
পন্ডিতেরা ঈঙ্গিত ছুঁড়ে মূর্খরা হেসে উড়ায় সেখান ।


নিকষ রজনী শেষে উঠে দিনমণি
মূর্খ অন্ধে জ্ঞানের পথ দেখায় বীনাপাণি ।


জীবন শূন্যতা থাকে চাওয়া পাওয়ার কারণ ,
শূন্যতা হয় পূর্ণ চাওয়া পাওয়া পূর্ণ হয় যখন ।


সহজ সরলনারীর জীবন পন প্রথায় হয়েছে বন্ধন ,
সমাজ কেন আজ অচেতন হয়ে সচেতন তারে
                                            করুক খন্ডন ।
স্পষ্ট কথার কষ্ট নাই কইতে নাইরে বাধা ,
চাটুকারেরা ঘাড় নেড়ে কয় তোষামুদেরা হাঁদা  ।


হোমড়া চোমড়ায় হয় আসক্তি তবেই হবে পকেট ভর্তি ,
এটাই দেশের রীতি নীতি সঠিক সত্যের হয় বিলুপ্তি  ।


নিচ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হেসে ,
নাহি শুনে নাহি বুঝে দেখে শুনে কালা হাসে  ।


মাপতে নেই ঘরে পাইটা ডাগর বলে সর্বলোকে ,
নাইএর ঘরে খাইএর বাসা খাই খাই রোগে ভোগে ।


    ***********************   চলবে .........।
বেলা - ১১ : ৩০ মিনিট ।
১৮ /০৫ /২২ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর ।