ওরে ও খুশী মেঘের দল
        তোরা আনন্দে উচ্ছল ।
আকাশ পারে চললি কোথায়
        তোরা বলরে মেঘের দল ।
তোরা খুশীতে ডগমগ
          করিস আনন্দে ছটপট ।
ভরিস রূপ সাগরের বারি
         ভাসাস নীল আকাশে তরী ।
পানসি ভরা জল
           করিস ছলাৎ ছলাৎ ছল ।
কোন অদূর অজানায়
         পানসি ভেসে ভেসে যায়  ।
ভালোলাগে তোর চলা
          তাই হয়নি কথা  বলা ।
তুই চললি কোথায় বল
         কোথায় ভরবি রে তুই জল  ?
শোন যাসনা এখন চলি
          তোরে মনের কথা বলি  l
তুই যাসরে ভেসে ভেসে
             দূর কোন অজানার দেশে ।
তোর ছোট পানসি তরী
             তুই ভরিস কোথায় বারি  ?


   ***********************
বেলা - ১১ :০৫ মিনিট ।
০৪ / ১০ / ২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।