কাকের  বাসায় ডিম পাড়ে কোকিলের ছানা ,
না বুঝেই কোকিল ছানা করে দেখা শুনা ।
বড় হয়ে কোকিল ছানার যেই গজায় ডানা,
অমনি সে উড়ে পালায় করে প্রতারণা ।
নিজে বেঁচে নাহি দেয় উপকারীর দাম ,
কাক না পালিলে তারে নাহি পেতো জীবন ।
বৃক্ষ লতা দেয় মোদের ফুল ফল শস্য দানা ,
সেই সব বৃক্ষ লতা কেটে করি খান খানা ।
সেই বৃক্ষই দেহ অন্তে মোদের করে উপকার ,
কাষ্ঠ  জ্বালিয়ে মানুষ বানায় ক্ষুধায় আহার ।
মরা হলেও শুষ্ক কাষ্ঠের মানুষের হয় যে দরকার ,
কাষ্ঠ দগ্ধ হয়ে যোগায় মানুষের মুখের আহার ।
সাগরের নোনাজল আকাশে উঠে হয়ে বাষ্পরাশি ,
বিশুদ্ধ হয়ে পুনঃ ঝরে পড়ে পৃথিবীতে জল আসি ।
প্রাণী কুল মানবজাতি অন্ন ফল ,জল পানে বাঁচায় জীবন ,
কখনো না করে উপকার মানুষ তাদের সমান ।
পরহীতে না করে কখনো নিজ স্বার্থ ত্যাগ ,
নিজ সুখ স্বার্থ ভোগ বিলাস বোঝে শতভাগ ।


     *********************
বেলা - ১১:৫০ মিনিট।
০৮ /০৬ /২১ মঙ্গলবার।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর।