দিন যায় মাস যায় বছর গত হয় ,
মানুষের পরমায়ু তিলে তিলে হয় ক্ষয় ।
কালের করাল থাবা গ্রাস করে আয়ু  ,
কেহই রোধিতে নারে কাল হাত হতে পরমায়ু ।


দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন ,
জেনে বুঝে তবু সবে দম্ভ অহংকারে লীন ।
পরমায়ূ পরম ঔষধ সবাই জানে বুঝে মনে ,
তবুও বোধ বুদ্ধি শ্রদ্ধা ভক্তি অসংযত দিনে দিনে ।


মরণ যে ভীষণ আপন সবাইকে ভালোবাসে ,
যখন পরমায়ূ শেষ হয় তখনই কাছে আসে ।
বছর শেষে বয়স বাড়ে বৃদ্ধ বনিতা শিশু সবার তরে ,
সময় তার কাজ করে চলে কখনো সে থামেনারে ।


মৃত্যু যখন দেবে ছোবল আর রক্ষে নাইতো কারো ,
যতই কর শিব সাধনা শুনবে না কথা সে কারো  ।
বোবা কালা কানা খোঁড়া মরণ পর নয়কো কাহারো ,
ভালো খারাপ সবাই বন্ধু তাই ভালোবাসে তাদেরো ।


পরমায়ু পরম ঔষধ শুনি সব লোকে তাই কয় ,
যখনই শেষ হয় পরমায়ু তখনই চলে যেতে হয় ।


          ****************
রাত্রি - ৯ : ০০ টা ।
২৩ / ০২ / ২৪ শুক্রবার ।
কোলকাতা  ।