নারায়ণী মাতা যাঁর পিতা  নারায়ণ ,
তাঁদের কনিষ্ঠ পুত্র নাম নিবারণ ।
অভিজাত বংশ তাঁর একনিষ্ঠ ব্রাহ্মন ,
পত্নী তাঁর সুরমাসুন্দরী পতি পরায়ণ ।
পিতা তাঁর দেবেন্দ্রনাথ সিংহ সাহস রায় ,
রামগড়ের রাজকন্যা সত্য বটে মিথ্যা নয় ।
সুরমাসুন্দরীর মাতা ব্রজসুন্দরী নাম ,
রামগড় শ্বশুরালয় ,তথায় পিতৃধাম ।
সুরমা সুন্দরী ছিলেন পতিপরায়না ,
রমণীর গুনে তিনি অতিশয় নিপুনা ।
তাঁহাদের তিন পুত্র  ছিলেন পাঁচ কন্যা ,
অতীব সুন্দর আর গুনেতে অনন্যা  ।
জৈষ্ঠ পুত্র সদাশয় নাম মধূসুদন ,
জ্যোৎস্নারানী জায়া তাঁর শ্বশুর ভূষণ ।
বিদ্যানুরাগী বিদ্যবান অতিশয় মহৎ ,
মধ্যম পুত্র হন তিনি নামেতে প্রদ্যোৎ  ।
শ্বশুর মণীন্দ্রনাথ পত্নী নিলীমা,
গুনবতী ,বুদ্ধীমতী ,অসীম অনন্যা ।
কনিষ্ঠ পুত্র বিদ্যুৎ  তাঁর শ্বশুর রাখহরি ,
পুত্রবধূ পদ্মারানী অসীম,অতুলনীয় ধৈর্য্য তাঁরি ।
মাতা মোর সাবিত্রীরানী জৈষ্ঠ্য কন্যা হন ,
রূপে ,গুনে ,অনন্যা নাই এ ভূবন ।
রাজকৃষ্ণ কনিষ্ঠ পুত্র নাম নটেন্দ্র  ,
রাজকৃষ্ণ পৌত্র ,পিতা মোর দূর্গানন্দ ।
দ্বিতীয়া কন্যার নাম হয় যে গায়ত্রী ,
জামাতা সুজয় রতন ,হৃদয় মহতী ।
তৃতীয়া ধরিত্রী রানী গুনে অতুলনীয়া ,
গোপাল চন্দ্র স্বামী তাঁর ধন্য তাঁর হিয়া ।
চতুর্থা আরতী রানী অতি অনুরাগী ,
বাসুদেব স্বামী তাঁর সংসার বিবাগী  ।
কনিষ্ঠা মিনতী রানী ভারী নম্র বিনীতা ,
সেবাদাস স্বামী হন কনিষ্ঠ জামাতা  ।
মম পিতা দূর্গানন্দ পিতামহ নটেন্দ্র  ,
অনিলবালা পিতামহি , প্রপিতামহ রাজকৃষ্ণ ।
প্রতিপত্তি ,বিত্তশালী ,নটেন্দ্র নাথ হন ,
সে কারণ বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন নিবারণ ।


         ******************
রাত্রি -৯: ৪৯ মিনিট ।
১৩/১০/২০১১ বৃহস্পতিবার ।
বসন্তপুর ।