হাতে পরে হীরের চুড়ি ,
অপরূপা রূপসী সুন্দরী।
পরনে তার বেনারসী ,
যেন এক স্বর্গের ঊর্বশী ।


দু'কর্ণেতে দুলে স্বর্ন দুল ,
যেন স্বর্গের পারিজাত ফুল ।
গলাতে শোভে মুক্তার হার ,
আহা কিবা সৌন্দর্য্য তার ।


দু'পায়েতে সোনার নুপূর ,
বাজে কত মধুর মধুর ।
মাথাতে সোনার টিকুলি ,
চমকায় যেন নভে বিজুলী ।


কাজলা নয়না হরিণী ,
তার অধরে সুভাষিনী ।
দেহেতে খেলে বিজুরী ছটা ,
মনোহরা মোহিনী যথা ।


গরবিনী গজ গামিনী ,
মৃদুল কোন মনোমোহিনী ।
কেগো তুমি হৃদয় হরনী ,
প্রেয়সী,তনয়া,ভগিনী না জননী ।


কেগো তুমি স্বর্গের পারিজাত ?
আনিলে মর্তে রাঙা প্রভাত ।
তুমি কেগো মুখে মৃদু হাসি ,
স্নেহ মায়ামাখিয়ে বল ভালোবাসি ।


     +×+×+×+×+×+×+×+
সন্ধ্যা - ৭ : ১৬ মিনিট ।
০১ / ০৫ / ২৩ সোমবার ।
কোলকাতা ।