মিথ্যাবাদী বিশ্বাসঘাতক আর চৌর্যবৃত্তি ,
মন মধ্যে যদি বাসা বাঁধে এই তিন প্রবৃত্তি !
খামখেয়ালি অহংকারী নির্লজ্জ্ব অবিশ্বাসী  ,
নিজের ধ্বংস নিজেই আনে হয়ে
স্বজন বিদ্বেষী !


নিজেই নিজের শত্রু হয় সমাজ সংসারে ,
সেই দুষ্ট ব্যাভিচারীকে কেউ বিশ্বাস না করে !
নিজ স্বার্থ লালসা আত্মসুখ তারে অন্ধ করে ,
ভালো মন্দ সব বুঝেও বুঝতেনা
পারে !


অদূরদর্শিতায় ধ্বংস হয় নিজের হয় বিনাশ ,
মদোন্মত্ত অহংকারী কংসর  ধ্বংস
হয়েছিল সর্বনাশ !
অহংকারে মত্ত হয়ে হরে ছিল জনক নন্দিনী সীতা ,
ঘরশত্রু ভ্রাতা বিভীষণ হয়েছিল রামচন্দ্রের মিতা !


সীতারে হরিয়ে রাবণ রাখে অশোক কানন ,
লেজে আগুন দিয়ে হনুমান করে লংকা দহন  !
নারীকে অসম্মান হেতু ধ্বংস হলো নির্বোধ লঙ্কেশ্বর রাবণ ,
বিভীষণের সাহচর্যে রামচন্দ্র বধ
করেন দশানন !


অগ্র পশ্চাৎ না ভেবেই রাবণ হরে সীতা ,
রাবণ কনিষ্ঠ ভ্রাতা ছিল রাম চন্দ্রের পরম মিতা !
সন্ন্যাসীর ছদ্মবেশে রাবণ হরণ
করে সীতা ,
রাবণ ভ্রাতা বিভীষণ ছিল রঘুবংশের মিতা !


   *************
সন্ধ্যা - ৫ : ১৫ মিনিট !
০৭ / ১১ /২৩ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !