গেছে বাবা ভিনদেশেতে কাজ কামের তরে ,
         টাকা নিয়ে আসবে বাবা কালকে মোদের ঘরে ।
বাবা এলে আসবে বাজার সবজি ,চাল ,ডাল ,
          রাত পোহালেই পৌঁছে যাবে বাবা কাল সকাল  ।


মিষ্টি হেসে মা  বললেন সোনা মানিক আমার ,
                              আদরে  বুলিয়ে মাথায় হাত  ।
বাবা আসলেই  চাল আনবো ,
                            রাঁধবো ঘরে ভাত ।


আমি তখন ঘুমিয়ে পড়ি ,
                  খিদে নিয়েই পেটে ।
রাতে  মা শুয়ে থাকে ,
         অতীত কত ভাসে স্মৃতি পটে ।


ভাবতে ভাবতে মা যে ,
               কখন ঘুমিয়ে পড়ে  ।
  স্বপ্নে তাড়াহুড়ো করে মা  ,
                    ভাত রাঁধছে ঘরে  ।


সকাল হলো বেলা বাড়লো ,
                     অপেক্ষার অবসরে  ।
পুলিশের ভেনে বাবাকে আনলো ,
            পুলিশেরা কফিন বন্দী করে   ।


বাবার ব্যাগে শুকনো পাঁউরুটি  ,
                         খুঁজে পেলো খোকা ।
বাড়ী পৌঁছেও ঘুমোচ্ছে বাবা  ,
                         বাবা বড্ড বোকা  ।


এই রকম কত খোকাই ,
             সরল মনে বুঝতে নাহি পারে  ।
এতো কষ্ট এতো দুঃখ ,
               শুধু কি ওদের তরে ?


       *********************
বিকাল -৫:৩০ মিনিট ।
১৭ /০৫ /২০২০ রবিবার ।
কেরণিটোলা = মেদিনীপুর ।