দুয়ারে সমন বাঁধা
         সময় অতিক্রান্ত প্রায়,
প্রহর দিন মাস বছর
         পরমায়ু শেষপথে যায়  !
আশার অসার চক্র
           ঘোরে দিবা নিশি ,
কেহ না বাঁধিতে নারে
           সময় দিয়ে রশি !
সময় অতিক্রান্ত হয়
          ঘনিয়ে আসে সময় ,
তবুও আশা নিয়ে
          শ্বাস যদ্দিন থাকতে হয় !
পরমায়ু কার যে কত
            কেউই  না জানে ,
তবুও আশা সাথে
         নিরাশ না গোনে !
জন্ম যখনিই  হয়
         মৃত্যু সাথে আসে,
তবুওতো মানুষ সবে
           আশা নিয়ে বাঁচে !
জন্মের সাথে সাথে
         মৃত্যুও সঙ্গে থাকে ,
জনম মরন পথে
       হেন বন্ধু নাই সাথে !
জন্মের যেই ঠিকানা
       তখনি মৃত্যুর পরোয়ানা !
এই চিরন্তন জামানা
       সবারই তো আছে জানা !

       **************
দুপুর - ২ : ৫২ মিনিট !
০৪ / ০১ /২৪ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !


       (কবি মোঃ সানাউল্লাহ (আদৃত কবি )৪/১/২৪ তারিখের কবিতার মন্তব্য করতে গিয়ে আমার এই কবিতা লিখা তাঁকেই উৎসর্গ করলাম ! )