একমুঠো ভাত পাইনা খেতে পথে পথে ঘুরি ,
পেটের জ্বালা সইতে নারি তাইতো ঢুরি করি ।
ভিক্ষে চাইলে দেয়না ভিক্ষা বলে "দূর -হঃ-যা " ,
জন্ম থেকে দেখিনি বাবায় তাড়িয়ে দেছে মা ।


দোরে দোরে ঘুরে ঘুরে বলি আমায় কিছু দাও ,
দরজা খুলে বলে সবাই "ওই দুয়ারে যাও " ।
সকাল থেকে খাইনি কিছু দাওনা কিছু খেতে ,
বলে সবাই "হতছাড়া পারিসনি খেটে খেতে ?"


দূপুর বেলায় পেটের ভিতর কল কল কল করে ,
তখন বলি তোমরা কিছু খাবার দাওনা আমারে ।
বললে তখন সবে আমায় সুস্থ সবল শরীর তোর ,
ভিক্ষা মেগে বাড়ী বাড়ী তবে কেন ফিরিস দোর দোর ?


এত বড় শরীর নিয়ে খেটে খা গে যা ,
পরিশ্রম না করেই খাবি এই বুঝি তোর ইচ্ছা ?
পরিশ্রম করে খাবি  তবেই পাবি শান্তি ,
পরিশ্রমের নেই বিকল্প নেইকো কোন কমতি ,


মায়ে তোরে দেয়না খেতে কেমন রে তুই ছোঁড়া ,
বিনা পরিশ্রমে খাবি বসে এমনি গড়্যা কুড়্যা  ?


   <<<<<<<<<<<●>>>>>>>>>>
বিকাল - ৪ : ১৬ মিনিট !
২১ /০১ /২২ শুক্রবার !
রবীন্দ্রনগর =  মেদিনীপুর !