প্রগতিতে অগ্রগতি আমলাদের সম্মতি ,
সঙ্গ ছাড়েনা চালাকেরা হয় তাদের সাথী ।
সাথে না ঘুরলে পরে তাদের আর নাই সঙ্গতি ,
তাই তাদের সঙ্গে ঘুরে করে যত মাতামাতি ।
যারা এসব নিয়ে বলে তারাই তাদের শত্রু অতি ,
তাদের না দেখে ভালো চোখে বলে বজ্জাৎ মতি ।


সুখের স্বপ্ন দেখে সদাই দুঃখকে না জানে ,
সুখ তাদেরই একতিয়ার এই ভাবে মনে ।
যতদিন সঙ্গে থাকে দুঃখ কি তা নাহি জানে ,
যখন সুখ চলে যায় মানুষ জন তাকে চেনে ।
দুঃখীজন যারা সদা দুঃখ নেয় মনে প্রাণে ,
ভয় না পায় দুঃখকে দুঃখ তারা সদাই মানে ।


আমলাদের লোভ হিংসা সদা পাশে যম সম ,
বর্তমান সুখস্বপ্ন ভাবে তারা অতিশয় আপন মম ।
নিন্দুকেরা নিন্দা ছড়ায় সদাই পাহাড় পর্বত প্রমাণ ,
ভালোকে ভালো সাদাকে সাদা বলাতে হয় অপমান ।


বচনেন মারিতং জগৎ করে  নিজ কার্য উদ্ধার  ,
কার্য উদ্ধার হয়ে গেলে তাদের দেখা পাওয়া ভার ।
শ্বাপদের ন্যায় খায় দায় ঘুরে বেড়ায় মানসম্মান নাই তার ,
তেলে মাথায় তেল মাখায় করজোড়ে ঘুরে পিছু বার বার ।
পাবেনা কোন মূল্য তার নিজেই নিজের কবর খুঁড়ে আবার ,
সমালোচক সমালোচনা করে দোষী হয় এই সুখ সমাচার ।


           *******************
সন্ধ্যা - ৫ : ৫০ মিনিট ।
১৮ / ০৯ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।