প্রজাপতি মন সদা হয় উন্মন  ,
ফুলে ফুলে উড়ে বসে যখন তখন ।


যৌবন  চঞ্চল উচ্ছ্বল  ফুলদল ,
সৌরভেতে মন তার  হয় বিহ্বল ।


প্রজাপতি মন ভাবে যখন তখন ,
কখন কোন ফুলে বসে হয় সে মগন ।


প্রজাপতি সাতরঙা পাখনা মেলে ,
কোন ফুলে উড়ে বসে মন মাতালে ।


রঙীন পাখনা মেলে প্রজাপতি মন ,
ফুলবনে মধু খেতে যাসনা এখন ।


ফুলের কাঁটা বিঁধবে গায় হবি জ্বালাতন ,
মধু নিতে কাঁটার ঘায়ে হবি অচেতন ।


উড়ে গিয়ে বসিস বিকসিত ফুলদলে ,
মধুপানে মাতাল হয়ে সেথা পড়িস ঢলে ।


রামধনু সাত রঙ তোর ডানায় আঁকা ,
কোথায় পেলি ভাই এমন রঙীন পাখা ?


প্রজাপতি মন শুধু খোঁজে সারাক্ষণ ,
পাখা মেলে উড়ে চলে যেথা পুষ্পকানন ।


      ××××××××××××××××××××
বিকাল - ৩ : ৫৫ মিনিট ।
০৪ /০১ / ২৩  বুধবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।