প্রজাপতি হয়ে মন হয় যখন আনমন ,
কি জানি কখন কোথায় খোঁজে প্রিয়জন ।
সকাল সাঁঝে শত কজের মাঝে কখন ,
কেমন করে কোথায় খোঁজে আপনজন ।


মায়াবিনী ললনা করে শুধু ছলনা ,
দিকে দিকে দিক ভ্রম রটে শুধু কালিমা  ।
মন ছুটে যায় কি জানি কোন ইশারায় ,
বেহুঁশ প্রজাপতি মনটা ডুবে মরে অজানায় ।


গুন গুন মৌমাছি মন মজে কোন ফুলেতে ,
ফুলবন অভাজন ডুবে বুঝি ভালোবাসাতে ।
ফুলের পাপড়িগুলো খসে খসে পরে হাওয়াতে ,
সবুজ বনে অবুঝ পাতা গজায় স্নেহ মমতাতে ।


ফুলদল টলমল করে আনচান মন উচাটন ,
কি জানি কাহারে পেলো তার হৃদয়  মন ।
কখন কোথায় হারিয়ে যাবে নিজেই কখন  ,
ফুল খুঁজে খুঁজে ফেরে সদা ভ্রমর নন্দন  ।


প্রজাপতি বসে ফুলে রঙীন দুটি ডানা মেলে ,
রঙীন রঙীন পাখনা দুইটি ফুলে উপর দোলে ।
হেলিয়া দুলিয়া উড়ে নানা রঙের ফুলে ফুলে ,
চোখ দুটি তার ভ্রমর কালো  ঝলমলে  জ্বলে ।


        ××××××××××××××××××××××××
বিকাল - ৩ : ৩০ মিনিট ।
১৯ / ০৩ / ২৩ রবিবার ।
কোলকাতা ।