ভারত দক্ষিন এশিয়ার একটি রাষ্ট্র ,
দেশটির নাম ভারতীয় প্রজাতন্ত্র  ।
ভৌগোলিক আয়তনে  দক্ষিন এশিয়াতে -
ভারত বৃহতম রাষ্ট্র ,স্থান ভারতের সপ্তমে ।
জনসংখ্যা বিচারে সর্বাধিক জনবহুল হয় ,
দ্বিতীয় স্থান অধিকার জনসংখ্যায় কয় ।
ভারত বিশ্বের বৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্র ,
২৬শে জানুয়ারি পালন হয় প্রজাতন্ত্র ।
রামনাথ কোবিন্দ ভারতের বর্তমান রাষ্ট্রপতি ,
প্রিয়ভাজন  বর্তমান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ।
১৯৩৫ সালে ২৬শে জানুয়ারী  সংবিধান -
লেখা হয় ,এবং সরকার অনুমোদন করেন ।
১৯৫০সালে ২৬শে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে পায় অনুমোদন ,
প্রজাতন্ত্র দিবস হিসবে হয় পতাকা উত্তোলন।
পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি ,
২৬শে জানুয়ারি জাতীয় সাধরণতন্ত্র দিবস , পায় সীকৃতি ।
জাতীয় সংবিধান অনুযায়ী স্বধীনতা দিবস তিনটি দিন ,
১৫ই আগষ্ট , ২৬শে জানুয়ারি,২রাঅক্টোবর,  
গান্ধীজির জন্মদিন ।


          **************
বেলা -৯:৫২ মিনিট ,
২৫/০১/২০১৯ শুক্রবার ।
কেরানিটোলা =মেদিনীপুর ।

,