সবুজ সুন্দর শোভা মনকাড়ে মনলোভা ,
ফুলে ফলে সুশোভিত বাড়ে আরো শোভা ।
মুক্ত আলো মুক্ত বায়ু দূষণ মুক্ত পরিবেশ ,
ছিলো আনন্দময় দিন সরলতা শান্তি অশেষ ।


শ্যামলা বরন সবুজ সুন্দরী বসুন্ধরা আমার ,
যতবার হেরি মাকে পিয়াস মিটে  না  আর ।
সবুজ বনানী হেরিয়া সবুজ মাঠ চক্ষু জুড়ায় ,
মাতৃভূমির অপরূপ রূপ হেরে মন ভোরে যায় !


দোয়েল কোয়েল গাছে বসে মিঠে সুরে গায় ,
এই মাটিতে জন্মে আমার বুক গর্বে ভরে যায় ।
মা'র চরণ চুমি বার বার মস্তক মাটিতে ঠেকাই,
অন্ন জল বায়ু দিয়ে মাযে মোদের জীবন বাঁচায়!


এই মাটি সবার বাড়া সব আনন্দ সর্ব সুখের আধার ,
যতবার হেরি তবু আশা মিটেনাকো হেরি বার বার ।
স্বার্থক জীবন আমার প্রকৃতি মায়ের কোলে জনম লভে ,
মরনেও শান্তি হবে মাটির বুকেই শান্তির ঘুমে ভবে ।


যার ইঙ্গিতে দিনরাত্রি হয় নীলাকাশে চন্দ্র সূর্যের উদয় ,
মহীধর দাঁড়ায়ে হেথা মাতৃকোলে সাগর সঙ্গমে নদী বয়।
প্রকৃতি জননীর  মিষ্টি হাসি অনুভবে যেন  পূর্ণিমার পূর্ণ শশী ,
কোন দৈববলে ক্রমে নদী সাগরের কাছে আসে হাসি হাসি ।


     ************************
রাত্রি - ৮ : ১৩ মিনিট ।
০৭ / ১২ / ২৩ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।