এসো ভৈরব সম মহাকাল ,
এসো বিছায়ে রুদ্র জটাজ্বাল !
এসো লোহিত কণিকা উড়ায়ে ,
এসো রক্ত চক্ষু রাঙায়ে !
এসো উত্তাল এসো ঘুর্ণি ,
এসো প্লাবন সম ঊর্মি !
এসো দশদিক করি উত্তাল ,
এসো মহাশূন্যে মহাকাল !
এসো প্রলয় ,এসো ঝঙ্ঝা ,
তোমার উড়ায়ে ভীষণ সঙ্কা !
এসো ভীষণ নিনাদ গরজে ,
এসো প্রকট দশন বিরাজে !
তুমি পাকদিয়ে তোল ঘরবাড়ী ,
কত তরুবরে ফেল উপাড়ি  !
তুমি পয়োধরে তুলে শূন্যে ,
ফেল কোন সুদূরে অরণ্যে !
তোমার ভীষণ ভয়াল চেহারা ,
তুমি ক্ষণিকেই কর দিশাহারা !
তুমি মহাশূন্যে উড়িয়া ,
যাও কোন পারাবারে চলিয়া !


           *******


বিকাল - ৪:৪৫ মিঃ ,ডেবরা  ,
১৬ /০৬ /২০১৭ , শুক্রবার  !