একযে ছিল দুষ্টু মেয়ে, নামটি 'মিলন সোনা',
কোথায় যে কি আছে তাহার,নেই কোন অজানা ।
কত যে কি কথা বলে, হিসেব  নেই তাহার,
সে সব ভাষা বুঝে নেবে, সাধ্যি আছে কার ?
সর্বদা সে ব্যস্ত কাজে, নেই তার তুলনা,
খুশী 'যা' তাই করে সে যে, কেউ করে না মানা ।
মনোযোগী লেখাপড়ায়, সে যে "অদ্রিতা",
লেখাপড়ার সাথে  তাহার নেইকোন সমঝোতা ।
ঘুম ভাঙলে শুয়ে থাকে, দেখে দেখে হাসে,
যতরকম বুদ্ধি তাহার মাথার মধ্যে আসে ।
মিলন শুধু মুগ্ধ করে "মিলন" ঘটিয়ে,
সে যে আমার মনের "মানিক" ভূবন ভরিয়ে ।
পূজা যখন করে "পূজো" প্রসাদ সাজিয়ে,
"প্রসাদ চুরি" করে তখন দুষ্টু হাসি দিয়ে ।
যখন আমি ঠাকুর ঘরে "পূজো" করতে ঢুকি,
"চুরি" করে "প্রসাদ" খাবে দেয় উঁকি ঝুঁকি ।
এমনতরো "প্রসাদ চুরি" কে করেছে বলো ,
ভালোবেসে, ভালোবাসি বেসেছি তাই ভালো ।
   <<<<<<<<<<>>>>>>>>>>