পারিস যদি নজরুল হয়ে লিখে   দেখা দেশাত্মবোধ গান,
নইলে কবি রবীন্দ্রনাথ হয়ে জ্ঞান কর ওরে দান ।
ওরে মূঢ় ওরে অন্ধ রইলিরে তুই জন্মান্ধ বিবেক কি
তোর নাই,
তাইত তোরা না দেখে বুঝে উল্টা পাল্টা করিস তাই।

দোষীরা সবাই দোষ করে বেপাত্তা হলো সবাই,
তাদের শনাক্ত করার আমাদের সবার চেষ্টা চাই।
এই দুস্থ জগতে বারবার নারীদের লাঞ্ছিত হতেহয়,
কোথায় নারীদের নিরাপত্তা সততই নারী অসহায় ।

অসম্মান করে হনন করে তাতেও লালসা মিটে নাই,
করে ধর্ষণ ছিঁড়ে ছিঁড়ে খায় সেই নররূপী পশুরাই।
অত্যচারী জহ্লাদ তারা ওদের কর্ম কি পাশবিকতাই ?
তাতেও তাদের লালসা মিটেনা উল্লাসে হাসে তাই ।

নির্দোষ নারীর হরে নিলো তারা মান প্রাণ সব সত্তা,
কোথায় নারীদের নিরাপদ স্থান কোথা পাবে নিরাপত্তা ।
তারা কি পাষান নাকি মানবিকতা হীন মদ্যপ আসক্তা,
জাগো নারীকুল হয়ে ভৈরবী কাট নরপশু জাগো ছিন্নমস্তা ।

হও সাবধান ওগো জনগন আন জাগরণ ধরে সবাকার হাত,
আবার আসুক শান্তি জগতে নারীদের বাঁচার অধিকারের প্রাত ।
জাগোগো জননী জায়া ও ভগিনী নরপশুদের শিরে কর পদাঘাত,
কোন অধিকার নাই তাদের বাঁচার কর জগতে হোক এই প্রতিবাদ।
                  ****************
সকাল  -  ৯ :৩০ মিনিট।
১৬ /০৮ / ২৪ শুক্রবার।
কোলকাতা।