অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই চাই। ,
মানুষের জন্যই যারা মানুষ আছে সবাই ।
বসে বসে আমরা দেখবনা কোন মজাই ,
একসাথে হাতে হাত রেখে লড়বো সবাই ।
অন্যায়ের প্রতিকার আজ আমাদের চাইই ,
অন্যায়কে চাপা দিয়ে রাখা যাবেনা কিছুতেই ।
দোষীর বিচার অবিলম্বে আমরা সবাই চাই ,
দোষ করে দোষীরা রাজপথে ঘুরে বেড়ায় ।
শিবের ষাঁড় ওরা নির্বিকার ঘুরে চরে খায় ,
ষাঁড়ের মত গুঁতোয় ভেবেছে কেউ করার নেই ।
ষাঁড়ের বিবেক বিচার বুদ্ধি জ্ঞান কিছুই নাই ,
যেখানেই মানুষ দেখে শিং বাগিয়ে গুঁতায়।
এইরূপ ষন্ডের মত আছে কত নিত্য পাষন্ড ,
তাদের না আছে ভদ্রতা সভ্যতা সম্মানের মেরুদন্ড।
ওরা পথে পথেই ঘুরে বেড়ায় ছড়ায় দুর্গন্ধ ,
ওদের কে সবাই ঘৃণা করেওরা বিষের ভান্ড ।
নির্লজ্জ বেহায়া ওরা ওদের নাই পিতৃ পরিচয় ,
ওরা গাল খায় মার খায় গালিগালাজে নাই ভয় ।
ওদের মুখে থুথু গলায় জুতোর মালা বাজারে যায় ,
ওরা রাস্তার উপরে জুতো মারে কুকুরের তাড়া খায়।
****************
সন্ধ্যা - ৫ : ০ ৬ মিনিট ।
২৯ / ০৮ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।