তোমার আমার ভালবাসা গঙ্গাজলের মতো ,
তবে কেন মনের মাঝে দ্বন্দ্ব চলে এত ?
বেশতো ছিল সুখের স্বর্গ ছোট্ট কুঁড়ে ঘরে ,
তবে কেন অশান্তির ঝড় বইছে হৃদয় জুড়ে ¡


মাথায় তোমার কি ঢুকেছে ,এত কেন দূর্মতি ?
হেথা হোথা পালিয়ে বেড়াও ,হয়নাকো সুমতি ?
নিজের স্বার্থ ছাড়া তুমি বুঝলে নাকো কিছু ,
সুখের নেশায় ঘুরে বেড়াও হাওয়ার পিছু পিছু ¡


আপন জনকে পর বাসিলে ,পর হল আপন ,
আপন ছাড়া ,অপরে কেউ হয় নাকো আপন ¡
নিজের সুখ ,নিজের স্বার্থ ,নিজের খাওয়া পরা ,
এটাই তোমার শ্রেষ্ঠ ধন ,নিখিল বিশ্বজোড়া ¡


কর্তব্য ,দায়িত্ব ,বিবেক-বিবেচনা ,আছে সবার পরে ,
সেটা বুঝি মনেই হয়না ,নিজের সুখ ,স্বার্থ ,ছেড়ে ?
নিজের সুখ ,স্বার্থ ,নিয়ে ,ভাবছো হবে সুখী  ?
জেনে রেখো এই দুনিয়ায় তুমি ,সবার চেয়ে দুঃখী ¡


পরের জন্য স্বার্থ ,সুখ ,ভোগ ,ত্যাগ করে ,
সবাই তাকে ভালবাসে ,সবাই শ্রদ্ধা করে ¡
তাইতো আমি বলছি তোমায় শোন মহাশয় ,
প্রত্যেকে আমরা পরের তরে ,নিজের জন্যে নয় ¡


                ***********
বেলা-১০:২০ মিনিট ,
০৪/০৭/২০১৮ বুধবার ,
          ডেবরা !