পুরুষ পুরুষোত্তম তুমি মম মনের সাধনা ,
হৃদয় দেবতা দেব ,প্রাণের আরাধনা ।
নাম-গানে ,জপ- ধ্যানে ,হয় পূর্ণ মনস্কাম ,
তোমার চরণপদ্মে কোটি কোটি প্রণাম  ।
সৎনাম ,সৎদীক্ষা ,করি জয় গান  ,
তৎসৎ নামে  ডাকে প্রেমের তুফান  ।
প্লাবন বহিয়া যায় তব নাম  গানে  ,
সৎগুরু নাম নিয়ে গুরু জ্ঞানে ধ্যানে ।
ভরিয়া বদন গুরু নাম  গানে ,
ভাসাইয়া দাও তরী প্রেমের প্লাবনে  ।
পরাণ ভরিয়া কর গুরু জপ ধ্যান ,
হৃদয়ে তুলিয়া দাও জয়গুরু নাম ।
প্রেমের আধার মোর পরম দয়াল ,
সৎনামে দীক্ষা দিয়ে করেন মাতাল ।
যখন তিনি জন্ম নিলেন মনমোহিনীর কোলে ,
গ্রামবাসী দৌড়ে আসে  আগুন লাগলো বলে ।
শিবচন্দ্রের কুটিরে সবে ছুটিয়া আসিলে ,
কোল আলো করে এক শিশু হাসে খেলে ।
জন্মকালে সব শিশু কেঁদে উঠে ভূমিষ্ট ক্ষণ,
হেসে হেসে উঠে শিশু একি দেখি অসাধারণ ।
ধরাপরে জন্ম নিলেন দয়াল অবতার ,
দুঃখ কষ্ট মোচন ,পাপী তাপী করিতে উদ্ধার ।


           🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


০৪/১০/২০১১ মঙ্গলবার ।
বসন্তপুর  = খড়্গপুর ॥