এবার পূজায় চাই না মাগো নূতন কাপড় জামা ,
পৃথিবী তুমি সেরে ওঠো এই শুধু   প্রার্থনা  ।
সবাই মাগো ভয় হতাশায় ভুগছে অহরহ ,
সংক্রমণের ভয়ে সবার মনে সদা সন্দেহ  ।
আবার এলো লকডাউন সবাই থাকবে গৃহেবন্দী ,
করোনার সংক্রমণ এড়িয়ে চলো করনাকো সন্ধি ।
বসুন্ধরা মাগো তুমি সদা চুপটি করে থাক ,
যতই কষ্ট হোকনা তোমার বলোনাকো স্পষ্ট ।
জাননাকো মাগো হাসতে তুমি জাননাকো কাঁদতে ,
যতই কষ্ট হোকনা তোমার পারনাকো বলতে ।
যতই রোগযন্ত্রণা হোকনা তোমার থাক চুপটি করে ,
না পার কথা বলতে তুমি শুধু থাকো সব সহ্য করে ।
কষ্ট তোমার পারনা বলতে না পার তুমি কাঁদতে ,
তোমার উসর ভূমিতে মাগো থাক নিরানন্দে ।
তোমার আনন্দ ভূমিতে মাগো আছ দুঃখিনী হয়ে ,
করোনার ভয়েতে মাগো আছো কত দুঃখ  সয়ে ।
আড়ষ্ট মানুষ জন ,আড়ষ্ট তুমি বসুন্ধরা ,
আজি দেখি তোমা 'পরে করোনার প্রাদুর্ভাব  ভরা ।
এবার পূজায় চাই না মাগো নূতন জামা কাপড় শাড়ী ,
পৃথিবী তুমিতো সেরে ওঠো সেরে ওঠো তাড়াতড়ি।


*******************************
রাত্রি - ৯ : ২০ মিনিট ।
০৮  / ০৪/ ২১ বৃহস্পতিবার ,
রবীন্দ্রনগর = মেদিনীপুর