পৃথিবী তুমি সেরে ওঠো না ভোগো আর ,
তোমা হ'তে মুছে যাক অশুভশক্তি অনাচার ।
অতিমারী মহামারী যেন ফিরে না আসে আর ,
দূর হোক জ্বরা মৃত্যু সেরে ওঠো পুনঃ আবার ।


মুছে যাক জ্বরা মৃত্যু দূর হোক যত শত্রু ,
পৃথিবী তুমি সুস্থ হও দূরহোক দূরারোগ্য শত্রু ।
রোগ ব্যাধি জ্বরা মুছে যাক হয়ে যাও শান্ত ,
বয়ে যাক স্বস্তির শ্বাস হও রোগ ভাইরাস মুক্ত ।


সেরে ওঠো পৃথিবী আকাশ বাতাস ভরুক আনন্দে ,
জীবের জীবন গতি ফিরুক নিত্য  নূতন  ছন্দে ।
সুস্থ হোক জন জীবন  সুস্থ হোক সমাজ জীবন ,
আলোর পথে ভরে উঠুক পৃথিবীর ভরা যৌবন ।


ভাল থাক জনগন দূর হোক সন্ত্রাস সংক্রমণ ,
ভরুক আলোর উৎস ছন্দে ফিরুক জনজীবন ।
সেরে ওঠো তুমি পৃথিবী থেকোনা বন্দী গৃহকোন ,
খুলে দাও বন্দী শৃঙ্খল সুস্থ হোক সাধারন জীবন ।


নিভুক  অশান্তির আগুন মনে জাগুক শান্তির নির্ভয় ,
দূর হোক রোগ সংক্রমণ জাগুক শান্তির বরাভয় ।
দূরকর মন গ্লানি সুস্থ হোক সাভাবিক মন ও জীবন  ,
পৃথিবী তুমি সুস্থ হও ফিরে এসো সাবলীলতায় মগন ।


   ***************************
রাত্রি - ৯ : 00 মিনিট ।
২0 /0১ /২২ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।