তোরা আমার বুকের ধন ,
তোরা আমার প্রিয়ভাজন ।
তোরা আমার হৃদয়রতন ,
সবার চাইতে প্রিয়ভাজন ।


তোরা ছাড়া কেমনে বঁচি
কেমনে  বাঁচে এ জীবন।
তোরা আমার প্রিয়জন ,
আমার মাণিক রতন।


তোরা  আমার নয়ন মণি ,
আমার একান্ত প্রিয়ভাজন ।
তোদের ছেড়ে থাকলে পরে,
ঘরে না থাকে আমার মন ।


তোরা আমার প্রিয়জন  ,
তোরা আমার পরম ধন ।
আমার  অতি  প্রিয়ভাজন,
আমার হৃদয় মানিক রতন ।


তোদের কাছে পেলে আমার ,
আনন্দে ভরে এ প্রাণ মন ।
তোরা আমার নয়ন মণি  ,
আমার দুঃখের ধন  ।


তোরা আমার সুখের আকর ,
আমার আঁধার ঘরের আলো ।
তোরা আমার  প্রিয়ভাজন  কাছে
এলে আমার মন যে লাগে ভালো  


আমার প্রিয়ভাজন একান্ত আপন ,
তোদের নিয়ে ভরে আমার প্রাণ মন !
তোরা আমার আদরের ধন ,
আমার অতি প্রিয়ভাজন !
  ××××××××××××××××××××
দুপুর - ২ : ০৫ মিনিট ।
০৮ /০১ /২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।