শোন লো রাই কিশোরী ,প্রাণের প্রিয়তি তুই ,
তুই ছাড়া বলনা কেমনে জীবন থুই ¡
                    
তুই ছাড়া জীবনে নাই কিছু মোর ,
তুই ছাড়া মোর কাটেনা নিশি ভোর ¡


তুই না থাকিলে পাশে নিদ্  নাহি আসে ,
ঘুমঘোরে খুঁজে দেখি ,তুই নাই পাশে ¡


রাইকিশোরী  প্রিয়তি মোর জীবনের জীবন ,
তোর বিহনে কাঁদে হিয়া ,ঝুরে আঁখি মন ¡


ব্রজধামে আসি  সখী শুধু তোর জন্যে,
তুই ছাড়া ব্রজধামে  ,থাকেনা মন অন্য ¡


তোর লাগি থাকি আমি তমালের ডালে ,
কলসি কাঁখে আসবি কখন নীল যমুনার জলে ¡


তোর লাগি থানা আমার তমালের তলে  ,
বাঁশাতে ফুকারি তাই রাধা রাধা বলে ¡


কৃষ্ণ কলঙ্গিনী বলে ব্রজবাসি গন ,
তাই আমি প্রাণ ভরে শুনি সারাক্ষণ ¡


প্রাণের প্রিয়তি  তুই মোর জীবনের জীবন ,
তোর লাগি সঁপিনু আমি জীবন জনম ¡


           ***********
বেলা ২:০৫ মিনিট ,
১১/০৭ /২০১৮ মঙ্গলবার ,
ডেবরা ¡