মৃত্যুর পরোয়ানা আসবে জানা ,
কখন যে হানা দেবে সেতো অজানা ।
কার আগে কার পিছে নাই দিন  ক্ষণ ,
চলে যেতে হবে যখন আসবে শমন  ।
কখন যে  আসবে কা'র মৃত্যুর দূত ,
কেউই  তা' নাহি জানে বড়ই অদ্ভূত ।
এই আছে এই নাই কখন যে কে যায় ,
যতই ভাবনা চিন্তা কর সমাধান নাই ।
জীবন উদ্যানে যৌবন কুসুম সদা চঞ্চল ,
যেন পদ্মপাতার জল সদাই টলমল ।
যৌবনের উপবনে প্রস্ফুটিত সেই কাননে ,
ক্ষণস্থায়ী যৌবন কুসুম যৌবনের উপবনে ।
পুষ্পিত সেই কুঞ্জবনে অলিকুল গুনঞ্জরনে ,
ধেয়ে আসে মধুপগন সেই মধু আহরনে ।
ক্ষণকাল তিষ্ঠ তিষ্ঠ ওহে দ্যূতি মরণ শমন ,
অস্তমিত হলে জীবনসূর্য এসো অণুক্ষণ ।


     ××××××××××××××××××××
সন্ধ্যা - ৫ : ৫২ মিনিট ।
১৯ /১২ /২২ সোমবার ।
রবীন্দ্রনগর -- মেদিনীপুর ।