ওরে পুতুল পুতুল মেয়ে ,
কাল যে রে তোর বিয়ে।
ওরে সোনা রাঙা মেয়ে,
হবে গায়ে হলুদ দিয়ে  ।
গায়ের রঙ তোর সোনা ,
গায়ে দেবো সোনার গয়না ।
তুই যাবি শ্বশুরের বাড়ী ,
তোকে দেবো বালা চুড়ি ।
তোর পায়েতে দেবো নুপূর ,
নুপূর বাজবে ঝুমুর ঝুমুর ।
তোর  দুলবে কানে দুল ,
খোঁপায় সাজিয়ে দেবো ফুল ।
ওরে পুতুল পুতুল কন্যা ,
তোর চোখে প্রেমের বন্যা !
তোর গুনে মুগ্ধ সবাই হয়ে ,
সবার মন দিবি ভুলিয়ে  ।
তোর গুনমুগ্ধ দুটি চোখ ,
দেখে ভুলে যে ত্রিলোক ।
তোর প্রতিমা প্রতিমা গড়ন ,
সবার মন করলি হরণ ।


****************
সন্ধ্যা- ৭ : ৪৫  মিনিট  ।
১১ /০৫ /২২  বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।