বৈশাখ মাস এলো ,বৈশাখ মাস ,
পুণ্যি পুকুর তুলসীতলা আর শিবের উপবাস ¡


ঘরে ঘরে হরিনাম করে সংকীর্তন,
দাবদাহে জ্বলে দেহ ,তপ্ত রুদ্র বরণ ¡
গনেশপূজা ,লক্ষ্মীপূজা ,সত্যনারায়ণ ,
গন্ধ ,পুষ্প ,ফল-মূল ,সিন্নী ,দেবতার পূজন¡


মহাদেব ,মহাকাল ,পূজে সর্বজন ,
বৈকুন্ঠে বৈকুন্ঠপতি সত্যনারায়ণ ¡
পুণ্যমাসে সবে ঢালে বাবার মাথায় জল ,
নগ্ন পায়ে হেঁটে চলে,ভারে কাঁধে গঙ্গাজল ¡


ভোলে বাবা পার করো,ত্রিশূলধারী শক্তি জাগাও ,
জয় বাবা পার করো ,মনে মোদের বল যোগাও ¡
পথমধ্যে বিশ্রাম নে়য় ,বিশ্রামাগারে ,
বৈশাখমাসে জল -বাতাসা দান সবে করে ¡


মুখে "বোবোম বোম বোল "বলে বলে চলে ,
বাবার থানে  পৌঁছে ,বাবার মাথায় জল ঢালে ¡
বৈশাখ মাসে পূজে সবে বাবা সদাশিবে ,
পুণ্যমাস ,বৈশাখমাস ,সবে আনন্দেতে রবে ¡



                 *********