বৈশাখেতে নতূনখাতা, শুভ মহরৎ উৎসব,
আম, জাম, কাঁঠাল পাকে, জৈষ্ঠ্যতেই সব।
আষাঢ়েতে রথযাত্রা, রথের মেলাই যাওয়া,
কত রকম কেনা-কাটা, মনভোলানো দাওয়া ।
শ্রাবনেতে ঝুলনযাত্রা, রাধামোহন জীউর ,
তাইনা দেখে চোখ জুড়াতো, ভরতো যে মন মোর ।
ভাদ্রেতে শ্রীকৃষ্ণের জন্ম, তিথি জন্মাষ্টমী,
তিরিশে ভাদ্র "ঠাকুর পুরুষোত্তমের" জন্ম, তিথি তাল-নবমী।
আশ্বিনেতে দূর্গাপূজা, সাজো সাজো রব,
নূতন জামা, কাপড়, কেনা, আরওকতসব ।
ঘরে ঘরে, "কোজাগরী পূর্ণিমা" লক্ষী পূজা,
প্রসাদ খেতে ভাললাগে, ফল, মিষ্টি, খাজা-গজা ।
পূজায় আল্পনা আঁকে, প্রতি ঘরের দ্বারে,
পূজা, আর্চা, ধূপ, বাতি প্রতি ঘরে ঘরে ।
কার্ত্তিকেতে কালী পূজা, আলোর রোষনাই,
আতসবাজি, তুবড়ী ,বাতি, ফটকা ফাটায় সবাই ।
অগ্রহায়ন মাসেরে ভাই, রাসযাত্রায়, রাসের মেলা বসে,
হরেক রকম খেলনা, মনোহারী, মন্ডা, মিঠাই রসে ।
পুরানো সেই দিনগুলো সব, কভু কি ভোলা যায়,
পড়লে মনে দিনগুলো সেই, মন ছুটে সেথায়
---------*****---------