পুরুষ কখনো নয়কো পুরুষ
                 শুধু স্বার্থের দাস ,
নারী যে তাদের ভোগ্য বস্তু
                   এই শুধু মনে আশ ।


সংসারে সৃষ্টি আর সেবা এটাই নারীর কর্ম
       তারও বাইরে জীবন আছে নারীত্ব তার বর্ম ,
পুরুষেরা ভাবে নাই নারীরও আছে মন
           পুরুষ ভাবে নারীরা শুধু পুরুষের প্রয়োজন ।


নারীরা শুধুই সৃষ্টে কর্ম সংসারের আয়োজন                                                    
               কখনই ভাবে নাই নারী হতে পারে প্রিয়জন ।
নরীরা তাদের হাতের পুতুল নাচাবে যেমন করে
                 তেমন করেই নাচবে নারী পুরুষ শাসিত করে (হাতে )।


সর্বংসহা নারীরা পুরুষের চির দাসী
              পুরুষেই নারীর শেষ কথা দাসীত্বই শ্রেয়সী ।
নারীরা জন্ম দেবে সন্তান হবে পুরুষের দাসী
              নারী শুধুই প্রয়োজন সেতো নয় সংসারে কেবা ।


পুরুষেরাই হয় সর্বেসর্বা নারী শুধু হাতের পুতুল দাসী
                 কত যন্ত্রনা ব্যথা শয়ে তবুও থাকতে হবে খুসী ।
সবৃরে খাইয়ে বাঁচলে খাবার খাবে নইলে উপসী
                পুরুষেরা শুধু সুখের কাঙাল হয়ে থাকে উদাসী ।


          ****************************
রাত্রি - ৮ : ৩১ মিনিট ।
২৬ / ০২ / ২৪ সোমবার ।
কোলকাতা ।