পুরুষেরা কভু ভাবে নাই কখনো নারী সৃষ্টির মূলে
               নারীরা যদি না থাকিত সৃষ্টি হতোনা ভুলে ।
সব পুরুষেই সমান নহেকো নারীকে যে বাসে ভালো
               তারাই জগতে  শ্রেষ্ঠ পুরুষ করে যে জগৎ আলো ।


নারী ও পুরুষ জগৎ মাঝারে উভয়েরই প্রয়োজন
              ছোট কেউ নয় কেউ নয় বড় উভয়েই হয় সমান ।
পুরুষের ঊর্দ্ধে নারীর মর্য্যাদা  সবাই সেটা জানে
               সকল শাস্ত্রে একই কথা সবাই সেটা মানে ।


কোন কালে পুরুষ নয়কো অজেয় নারী সাহচর্য্য বিনে
               তাই নারীই জগতে সর্বশ্রেষ্ঠা সর্বংসহা সর্বস্থানে !
নারী না থাকিলে সংসার যেথা হয় যে শশ্মান পুরী
                তাই নারী যদি না থাকিত দুনিয়া হইত অন্ধকারই।


পুরুষ ধরে নাঙ্গল নারী যোগায় খাদ্যজল
                মাটি আর জলে জমিনে ফলে সোনার ফসল ।
সোনার ফসল ঘরে তুলে যেথা লক্ষ্মীর আগমণ
                 রমণী সেথায় লক্ষ্মী সরূপা সুখে থাকে সকল জন ।


নারীই জননী জায়া ভগিনী কন্যা
              নারীই সৃষ্টি নারীই স্থিতি নারীই অনন্যা ।
শাস্ত্রে বলে -"সৃষ্টি স্থিতি বিনাশানাং
             শক্তিভূতে সনাতনী । গুনাশ্রয়ে গুনময়ে
                                 নারায়ণী নমোহস্তুতেঃ।"
   ************
রাত্রি - ৮ : ৩১ মিনিট !
২৬ / ০২ /২৪ সোমবার !
কোলকাতা !