মনুষ্য সমাজ এই ধরায় বিশালাময় ,
কে যে ভালো মানুষ তার বিশাল সংশয় ।
হাত পা মাথা দেহ আছে সবাই মানুষ ,
বোঝা বড় দায় হয় কার যে আছে মনে হুঁশ ।
বাইরে মানুষ দেখতে ভিতরে তার কি রূপ ,
দেখতে সুন্দর কিন্তু ব্যবহারে দেখি বিরূপ ।
লোভ ,মিথ্যা,শয়তানি ,হিংসা যার মনে নাই ,
দুঃখে, কষ্টে ,বিপদে পাশে রয় সেই মানুষ ভাই ।
নিজ সুখ পরিহরি যে করে পরের দুঃখ মোচন ,
মনুষ্য সমাজে সেই মানুষ হয় সবার প্রিয়জন ।
এই সমাজে দেখি অনেকেই রাবন রূপী হয় ,
ভুখা দীন দুঃখীদের কথা কখনো না কয় ।
হাভে ভাবে দেখায় সদা দীন দুঃখীদের জন্য মগ্ন ,
তাদের উন্নয়ন ছাড়া অন্য চিন্তা না করে কখনো ।
নিজের আখের গুছানোর জন্য ভাবেতে মগন,
দীন দরিদ্রর কথা মাথায় না রাখে ধুরন্ধর রাবণ।
কেউ যখন পড়ে দুর্বিপাকে রাবন না ঘুরে দেখে ,
সময় আসবে যখন হবে তখন তার অধঃপতন ।
সমাজ কন্টকাময় যাই হোক অপচয় অন্যর চিন্তা নয় ,
নিজের আখের গুছানোয় ব্যস্ত সমাজের না চিন্তা রয় ।
মানুষ যদি হয় ভালো সমা জ তাকে বাসে ভালো ,
নিজের চিন্তা না করে সে সমাজকে ভালোবেসে গেলো ।
যে যখন লঙ্কায় যায় সেই  রাবণ হয় তখন  ,
জনগন সাধারন মনুষ্যর কথা না ভাবে কখন ।


    ×××××××××××××××××××××××××××××
বিকাল -  ৪ : ০৫ মিনিট ।
২৩ / ০৪ / ২৩ রবিবার ।
কোলকাতা ।