বসন্তে খেলে হোলী ভিজে রাধার নীল শাড়ী ,
ফাগ রঙে রাঙা হলো বৃন্দানের যত ব্রজেশ্বরী ।
মথুরার রখালরাজা আজি বৃন্দাবনে খেলে হোলী ,
ললিতা বিশাখা সখী রাঙালে কৃষ্ণে মেরে পিচকারী ।


চুয়া চন্দনে রাঙায় রাধা কৃষ্ণের যুগল চরণ ,
লালে লালে রাঙা হলো মথুরা আর বৃন্দাবন ।
সখীগন সঙ্গে রাঙায় শ্রীমতি শ্রীকৃষ্ণের চরণ ,
শ্যামরঙ্গে রাঙা হলো আজি মা যশোদার ধন ।


আজ রঙের নেশায় রাঙা হলো শ্রীরাধিকার মন ,
যমুনাকুলে সখীগন সনে খেলে হোলী নন্দর নন্দন ।
ভিজে শ্যামের পীতবাস ধড়া চূড়া রাঙাইল শ্যামঘন ,
রঙে রঙে রঙীন হলো দ্যাখো ব্রজপুরের বৃন্দাবন ।


ফাগ রঙে রাঙা হলো নীল যমুনার ওই জল ,
রঙের জলে ধুয়ে গেলো রাধার চোখের কাজল ।
যমুনাতে জলকেলি করে রাধা অষ্টসখী সকল ,
হোলী  রঙে রাঙা হলো নীল যমুনার নীলজল ।


রাধিকা রমণ হরি শ্রীকৃষ্ণ মুকুন্দ মুরারী ,
শ্রীরাধা বামেতে কৃষ্ণের হেলে চূড়া বংশীধারীর ।


   ********************
সন্ধ্যা - ৬ : ৫৯ মিনিট ।
০৪ / ০৪ / ২৪ বৃহস্পতিবার  ।
কোলকাতা ।