তোরা আয়না নাগরী,
চল ভরনে গাগরী ।
ওই নীল যমুনা বারি ,
যেন না ভিজে  শাড়ী ।


চলে যত গোপনারী ,
পরনে রঙীন ঘাঘরী ।
যায় ভরনে গাগরী,
যত ব্রজের বৌ ঝিউড়ী ।


কলসী কাঁখেতে চলে
মুখে কালা কালা বলে -
যমুনার নীল জলে ,
কিজানি কি ঘটে কপালে ।


চলে ব্রজের ব্রজনারী ,
মধ্যিখানে রাধাপ্যারী ।
সদা চিন্তে গিরিধারী,
দাও দেখা ওহে মুরারি  ।


পরনে রাধার নীলাম্বরী ,
ভরনে নীল যমুনা বারি ,
ছল ছল আঁখি তারি ,
মনে পড়ে বনোয়ারী  ।


উথলি উথলি উঠে যমুনা বারি ,
ঠমকি ঠমকি চলে রাইকিশোরী ।
যমুনার নীল জলে ভরে গাগরী ,
আহা কিরূপ ঝরে রূপ মাধুরী ।


হৃদয়ে ভাসিছে তার বংশীধারী ,
তার নয়ন যমুনা বারি উছলে পড়ি ।
কেমনে রয়েছ হরি মোরে পাশরি ,
মন রয়না ঘরে তোমায় না হেরি।


*******************
বিকাল - ৪ : ৫৪ মিনিট !
১৯ /০১ /২২ বুধবার  !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !