বর্ষা মেয়ের পায়ে নুপুর রিমঝিম রিমঝিম ,
মেঘরাজারা অম্বরেতে নাচছে তাধিন ধিন ।
কাজলা মেয়ের উড়ছে আঁচল সারা আকাশ ছেয়ে ,
মেঘেরা সব ডিঙি বেয়ে  আসছে ধেয়ে ধেয়ে ।
বৃষ্টি মেয়ের ভিজেছে গা মেঘের বাদলে ,
বিজলী যে তার খেলার সাথী তার সাথে খেলে ।
মেঘরাজা তার বাজায় মাদোল গুরু গুরু গুরু ,
তাইনা শুনে বৃষ্টি মেয়ের বুক করছে দুরু দুরু ।
নীলাম্বরে ভাসিয়ে ভেলা মেঘরাজা যায় ভেসে ,
সাগর থেকে কলস ভরে জল নিয়ে সে আসে ।


টাপুর টুপুর বৃষ্টি পড়ে জল থৈ থৈ মাঠ ,
ভাসলো নদী ডোবা জমি ভাসলো পুকুর ঘাট ।
পাখীরা সব ভিজছে বসে পাতার ফাঁকে ফাঁকে ,
পালক তাদের হলো সিটে ভিজে সকাল থেকে ।
পাতার উপর বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা জলের কোণা ,
মেঘলা রোদের আলোর ছটায়  যেন মুক্তো দানা ।
ঝমঝমিয়ে বৃষ্টি নামে ভিজে পাখীর  কুল
চারিদিকে ফুটেছে কত রঙের রঙবাহারি ফুল ।


         ****************
রাত্রি ;- ৮ : ৩০ মিনিট ।
১৭ /০৬ /২১ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।